সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রবাসী বাংলাদেশি ইমাম হোসেন (৩৮) ।
রোববার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজধানী রিয়াদের মালা জেরির পান্ডা রোডে সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে প্রাইভেট কারে ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।
মরদেহ সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘাতক প্রাইভেট কারের চালক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলীর দেলোয়ার হোসেনের ছেলে ইমাম হোসেন ২০০৮ সালে জীবন-জীবিকার টানে সৌদি আরবে আসেন।
তিনি মালাজ মিউনিসিপ্যালিটি অফিসের কর্মরত ছিলেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ