সৈকতে বিকিনি পরায় পর্যটক গ্রেপ্তার মালদ্বীপে (ভিডিও)

মালদ্বীপে বিকিনি পরে অবাধ বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। হলিডে রিসোর্টগুলি ছাড়া আর কোনও দ্বীপে বিকিনি পরে ঘোরার অনুমতি নেই। এটা কঠোরভাবে নিষিদ্ধ।

সেই নিষেধাজ্ঞা ভাঙায় পুলিশ এক নারী পর্যটককে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। ওই যুবতী বিকিনি পরে রোদে তাপ নিতে সমুদ্র সৈকতে শুয়েছিলেন।

এই গ্রেপ্তারের ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিও দেখা যাচ্ছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনি কন্যার সর্বাঙ্গ ঢেকে দেওয়ার চেষ্টা করছেন তিন পুলিশ অফিসার। তাঁরা ছুটছেন যুবতীর-পিছু। কিন্তু, ওই বিদেশিনি পর্যটক নাগাল ভেঙে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তোয়ালেতে শরীর খামোখা ঢাকবেন কেন?


ব্রিটিশ অ্যাকসেন্টে ওই যুবতীকে পাল্টা হুঁশিয়ারির সুরে চিত্‍‌কার করে বলতে শোনা যাচ্ছে,’আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন।’ তার পরেও নিরুপায় পুলিশ শেষমেশ ওই বিকিনি কন্যাকে গ্রেপ্তার করে।

Travelion – Mobile

মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে বিকিনি পরার অনুমতি নেই। কারণ, ওই দ্বীপটি নন-রিসোর্ট।

এদিকে, নারী পর্যটককে গ্রেপ্তারের পর জনসমক্ষে দুঃখ প্রকাশ করেন মলদ্বীপ পুলিশ সার্ভিস কমিশনার মোহম্মদ হামিদ।

ওই ব্রিটিশ কন্যার সঙ্গে পুলিশের আচরণ যে সমর্থনযোগ্য নয়, তা তিনি স্বীকার করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!