মহাশূন্যে শক্তিশালী নক্ষত্রের ধ্বংসের পর জন্ম নেয় ব্ল্যাক হোল। মারাত্মক মাধ্যাকর্ষণের টান রয়েছে এই ব্ল্যাক হোলের। এর মধ্যে একবার কিছু প্রবেশ করলে আর তা ফেরে না। বিভিন্ন দিক থেকে আসা আলোর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে ব্ল্যাক হোলের চারপাশে এই ধরনের রিং দৃশ্যমান।
ব্ল্যাক হোল সপ্তাহ উদযাপন করছে নাসা (NASA)। সেই সূত্রেই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে মহাজাগতিক সেই ব্ল্যাক হোলের একটি ভিডিও শেয়ার করেছে তারা।
আর দর্শকদের সাবধান করা হয়েছে ওই ছবির দিকে বেশিক্ষণ একদৃষ্টে চেয়ে না থাকতে। তাহলেই বিপদ!
নাসা ভিডিওটির ক্যাপশনে লিখেছে, এই ব্ল্যাক হোলের দিকে বেশিক্ষণ চেয়ে থাকবেন না। তাহলে আপনাকে টেনে নেওয়া হতে পারে!
২০১৯ সালে এই ভিডিওটি প্রথম প্রকাশ্যে আনা হয়। বিজ্ঞানীরা ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে প্রথম ব্ল্যাক হোলের আসল ছবি সামনে আনেন।
তারপরেই এই ভিডিও প্রকাশ করা হয়। ব্ল্যাক হোল উইক উপলক্ষে পুরনো সেই ভিডিওটিই আবার নতুন করে শেয়ার করল নাসা।