লেবাননে ১ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানবন্দর

লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরটি ১ জুলাই পুনরায় চালু করা হবে এবং এর মাধ্যমে দীর্ঘ সাড়ে তিনমাস পর চলাচল শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট।

শুক্রবার (১২ জুন) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

তবে এই মাসে বিমানবন্দরের ধারণক্ষমতা গতবছরের জুলাই মাসের যাত্রী ট্র্যাফিকের মাত্র ১০ শতাংশ হবে।

Travelion – Mobile

বিবৃতিতে যোগ করা হয়েছে যে, যাত্রীদের আগমনের পরে করোনাভাইরাস পরীক্ষা করা হবে এবং ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া হবে।

Diamond-Cement-mobile

পরীক্ষায় করোনা পজিটিভ আসলে যাত্রীদের অবশ্যই দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়াও লেবাননে প্রবাসীদের যে মেয়াদ পর্যন্ত থাকার ইচ্ছা রয়েছে তার জন্য অবশ্যই বৈধ বীমা করতে হবে।

দেশের করোনভাইরাস পরিস্থিতি এখনও উদ্বেগজনক, শুক্রবার রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফিরাস অ্যাবিডের এমন সতর্কতা দেওয়া সত্ত্বেও সরকার বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নেয়।

উদ্বেগের কারণ হিসাবে অ্যাবিয়ড গণ-বিক্ষোভ, অপর্যাপ্ত পরীক্ষা ও প্রত্যাবাসন ফ্লাইটের চতুর্থ পর্যায়ে উদ্ধৃত করেছেন।

১৮ ই মার্চ থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে এবং কেবল দেশে ফিরে আসা লেবানিজ নাগরিক, কূটনীতিক এবং সামরিক কর্মীদের দেশে উড়তে দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!