লেবাননে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

শনিবার (৭ এপ্রিল) স্থানীয় একটি হাসপাতালে এই রেমিটেন্সযোদ্ধার মৃত্যু হয়। তাঁর বাড়ি বাংলাদেশে কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায়। বাবার নাম কবির আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাব্বির বৈরুতের আশরাফিয়ায় একটি রুমে থাকতেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে কাজে যাবার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় হঠাৎ তীব্র বুক ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সহকর্মীরা মালিককে ফোন করলে তৎক্ষনাত তাঁকে এম্বুল্যান্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে আছে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

সাব্বির দীর্ঘ ৬ বছর আগে ক্লিনিং কোম্পানির ভিসায় লেবানন আসে। তিনি একটি রেস্টুরেন্টে বৈধভাবে কাজ করতেন।

তাঁর অকাল মৃতুতে পরিবার সহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তারা বৈরুত দূতাবাসকে অনুরোধ জানিয়েছে যেন তাঁর মরদেহ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!