লেবাননে মটর সাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

লেবাননে মটর সাইকেল দুর্ঘটনায় মজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের অকাল মৃত্যু হয়েছে।

মঙ্গললবার সকালে বিমানবন্দরের প্রধান সড়কে মটর তিনি দুর্ঘটনায় পড়েন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
নিহত মজিবুর রহমানের ছোট ভাই লেবানন প্রবাসী মজনু মিয়া জানায়, মজিবুর রহমান ২০১৯ সালে বৈধভাবে লেবাননে আসলেও পরে অবৈধ হয়ে যায়।কাজ করতেন শৈফাত এলাকায় হারকোস রেস্টুরেন্টে।

Diamond-Cement-mobile

মঙ্গলবার মধ্যরাতে রেস্টুরেন্টের কাজ শেষে মটর সাইকেল যোগে সবজি মার্কেটে যায় সবজি আনতে। পরে সকালে তার মৃতদেহ বিমানবন্দরের প্রধান সড়কে পাওয়া যায়।

Travelion – Mobile

প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় পুলিশ জানিয়েছে, গাড়ির সাথে মটর সাইকেলের সংঘর্ষে দূর্ঘটনা সংঘটিত হয়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।বর্তমানে মৃতদেহ বৈরুতের শহীদ রফিক হারিরি হাসপাতালের মর্গে আছে।

এক সন্তানের জনক নিহত মজিবুরের বাড়ি বাংলাদেশে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার দেওলি গ্রামে।বাবার নাম জলিল প্রামাণিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!