লেবাননে করোনায় বাংলাদেশি অন্তসত্বা নারীর মৃত্যু

লেবাননে করোনায় আক্রান্ত হয়ে লিপি আক্তার নামে এক বাংলাদেশি অন্তসত্বা নারীর মৃত্যু হয়েছে।৭ এপ্রিল বুধবার ভোরে জালা এলাকার আরজ হাসপাতালে তার মৃত্যু হয়।বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

লিপি আক্তারের স্বামী লেবানন প্রবাসী আরিফ হাওলাদার জানায়, দীর্ঘ ৭ বছর আগে তিনি লিপি আক্তারকে লেবাননে নিয়ে এসে জলদ্বীপ এলাকায় বসবাস শুরু করেন।

গত দুই সপ্তাহ আগে সাত মাসের অন্তসত্বা লিপি আক্তার করোনায় আক্রান্ত হলে স্থানীয় আরজ হাসপাতালে ভর্তি হন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

চিকিৎসক অপারেশন করার পরে লিপি আক্তার মৃত বাচ্চা প্রসব করে।পরবর্তীতে অনেকদিন সংজ্ঞাহীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষনে থাকার পর আজ বুধবার ভোরে তার মৃত্যূ হয়।

লিপি আক্তারের বাড়ি বাংলাদেশে বাকেরগঞ্জ জেলার বোয়ালিয়া উপজেলায়।বাবার নাম মুক্তার আলী।

এদিকে লিপি আক্তারের মৃত্যুতে পরিবার সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।মরদেহ অতি দ্রুত যে কোন ব্যবস্থায় বাংলাদেশে প্রেরন করতে বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

লেবাননে এখন পর্যন্ত প্রাণঘাতি করোনায় আনুমানিক ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!