যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
যুক্তরাষ্ট্রে আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট উড়োজাহাজ শহরের একটি বাড়িতে বিধ্বস্ত হয়েছে এবং এ ঘটনাস্থলে আগুন ধরে যায় বলে জানা গেছে। গতকাল শনিবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে (বিএসটি ১৭২০) উড়োজাহাজটি উড্ডয়ন করে এবং মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন ছিলেন তা স্পষ্ট নয়।
তবে ব্রুকলিন পার্কের অগ্নিনির্বাপক প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করবে। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা ঘটনাস্থল এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরো মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।’
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা তা নেভানোর চেষ্টা করছে। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটি আগুনে পুড়ে যায়।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেছেন, ‘তার দল ব্রুকলিন পার্কে ঘটনাস্থলে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
এই ঘটনা যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার পর ঘটল। যা মার্কিন জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, বিমান নিরাপত্তায় সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত শত শত কর্মচারীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।
সূত্র : বিবিসি
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ