মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উদযাপন করল বাংলাদেশি শিক্ষার্থীরা

মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উদযাপন করেছে আল-আজহারে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন’র (BPFO)।

রাজধানী কায়রোর হাদিকাতুদ দাওলিয়ায় (আন্তর্জাতিক উদ্যান) পার্কে এই আয়োজনে অংশ নেয় বর্বর ইসরাইলীদের দ্বারা নির্যাতিত শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবার।

আল-আজহার শিক্ষার্থী হাসান মাহমুদের সঞ্চালনায় ও আবু সায়েমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রতিটি ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবারের জন্য ছিলো একটি করে ঈদ উপহারের বিশেষ খাম, সুস্বাদু খাবার, শিশুদের জন্য বাহারি রংয়ের খেলনা ও ঈদ সালামী।

মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উদযাপন করল বাংলাদেশি শিক্ষার্থীরা । ছবি সংগৃহীত
মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উদযাপন করল বাংলাদেশি শিক্ষার্থীরা । ছবি সংগৃহীত

BPFO-এর সভাপতি উসামা বিন শফিক তার বক্তব্যে বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই ফিলিস্তিনের জনগণ একা নয়। বাংলাদেশের মানুষ তাদের পাশে ছিল, আছে, এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

BPFO-এর সেক্রেটারি মারুফ হোসাইন সাদ্দান তার বক্তব্যে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নির্যাতিতদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বজনমত গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবো।

ঈদের বিশেষ উপহার খাম জানতে চাইলে BPFO এর সভাপতি করলে এ প্রতিবেদককে বলেন, এটা একান্ত গোপন বিষয়। আল্লাহর সাথে তার বান্দার লেনদেন। তবে এতটুকু নিশ্চিত করতে পারি ঐ খামে যা ছিলো তা আমাদের ফিলিস্তিনি অতিথিদেরকে খুশি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BPFO-এর নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ, ফাউন্ডিং মেম্বার্স, সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবকরা।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!