মিশরে ক্লিওপেট্রার সমাধিতে যেতে সুড়ঙ্গপথের সন্ধান

0

মিশরের প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন তাপোসিরিস ম্যাগনা মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ আবিষ্কার করেছেন। তাঁদের দাবি, ওই সুড়ঙ্গ ধরে মিসরের শেষ ফারাও রানি ক্লিওপেট্রার হারিয়ে যাওয়া সমাধিতে যাওয়া যায়।

যে সুড়ঙ্গটি খুঁজে পাওয়া গেছে, সেটি ছয় ফুট উঁচু ও প্রায় এক মাইল দীর্ঘ। প্রত্নতাত্ত্বিকেরাকে একে ‘অলৌকিক জ্যামিতিক’ নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।

প্বিশ্বের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

ডমিনিকান রিপাবলিকের সান ডমিঙ্গো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক ক্যাথলিন মার্টিনেজ বলেন, রানি ক্লিওপেট্রা ও তাঁর প্রেমিক মার্ক অ্যান্থনির সমাধি রয়েছে ওই মন্দিরের নিচে। এটি প্রাচীন মিশরের রাজধানী আলেকজান্দ্রার কাছে অবস্থিত।

ক্যাথলিন দাবি করেন, তাঁর তত্ত্ব অনুযায়ী, অ্যান্থনি ও ক্লিওপেট্রার সমাধির বিষয়টি যদি সত্যি হয়, তবে এটি হবে ২১ শতকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার।

ক্লিওপেট্রার ঐতিহাসিক চরিত্র নিয়ে গবেষণা চালানোর পর তিনি মিশরে আসেন। এরপর ক্লিওপেট্রার সমাধি খুঁজে বের করার কাজ শুরু করেন। প্রাচীন তাপোসিরিস ম্যাগনা মন্দির এলাকায় তিন মাস গবেষণা চালানোর পর তিনি ক্লিওপেট্রার সমাধি খুঁজে পান।

লাইভ সায়েন্স নামের একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রানি ক্লিওপেট্রা ছিলেন টলেমি শাসকদের শেষ দিকের একজন। টলেমিরা ৩০০ বছরের বেশিমিশরের শাসন করেছিল।

আরও পড়তে পারেন : মিশরে বিশ্বনবীর জন্মদিনে ‘মিষ্টির পুতুল’ ঐতিহ্যের গল্প

আলেকজান্ডারের একজন সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরে কর্তৃত্ব দখল করেন ও টলেমীয় রাজবংশের গোড়াপত্তন করেন। এই বংশের বেশিরভাগ সদস্য গ্রিক ভাষায় কথা বলতেন, এবং তাঁরা মিশরীয় ভাষা শিখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ফলে রোসেত্তা স্টোনের সরকারি নথিপত্রেও মিশরীয় ভাষার পাশাপাশি গ্রিক ভাষার প্রচলন লক্ষ্য করা যায়। অপরদিকে ব্যতিক্রমী ক্লিওপেট্রা মিশরীয় ভাষা শিখেছিলেন এবং নিজেকে একজন মিশরীয় দেবীর পুনর্জন্ম হিসেবে আখ্যায়িত করেছিলেন।

বাবা চতুর্দশ টলেমি অলেটেসের সাথে ক্লিওপেট্রা দ্বৈতভাবে মিশর শাসন করতেন। বাবার মৃত্যুর পর তিনি তাঁর ভাতৃদ্বয় ত্রয়োদশ টলেমি ও চতুর্দশ টলেমি সাথে রাজ্য শাসন করতেন।

প্বিশ্বের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

রানি ক্লিওপেট্রা মিশরের, সাইপ্রাস, আধুনিক লিবিয়ার কিছু অংশ ও মধ্যপ্রাচ্যের কিছু এলাকা শাসন করেছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন