মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টায় সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি হলেন ১২ জন। আর বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও পাঁচ নারী, মিয়ানমারের নাগরিক ৫জন এবং একজন ভিয়েতনামের নারী রয়েছেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোর নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, অভিযানের সময় ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে গ্রেফতার ৪৮ জন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মালয়েশিয়া প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

গ্রেফতাররা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!