মালয়েশিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

দেশের ন্যায় দূর প্রবাস মালয়েশিয়াতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশ এবং ভারতের প্রবাসী বাঙালিদের সমন্বয়ে উদযাপন করা হয় পূজা। ২০১৭ সাল থেকেই মালয়েশিয়ায় পূজা উদযাপন করে আসছেন তারা।

শুরু থেকে কুয়ালালামপুর কেন্দ্রিক দুই থেকে তিনজন পারিবারিকভাবে এ দুর্গোৎসবের আয়োজন করলেও দিনে দিনে আয়োজনের পরিসর বড় হয়ে কুয়ালালামপুরের বাইরেও বিস্তৃত হয়েছে।

প্রতিবছর ব্রিকফিল্ড স্বামী বিবেকানন্দ আশ্রমে দুই বাংলার আয়োজনে বড় পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার বাংলাদেশিদের বড় একটি অংশের আয়োজনে কুয়ালালামপুরের আম্পাংয়ের মণ্ডপেও অনুষ্ঠিত হয় দুর্গাপূজা।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শাঁখের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় উৎসবটি।

আমপাংয়ে এবার পূজার মুল আয়োজনে ছিলেন সঞ্জয় কুমার বসাক, নীলেন্দু মুখোপাধ্যায়, সপ্তর্ষি কর্মকার, ভৈরব শর্মা, সঞ্জয় মণ্ডল, অনুপম পল, সুরেজ রাজ, অঙ্কুর দে, দেবপ্রিয় সরকার ও সুমন চন্দ্র দাস।

এছাড়া বাংলাদেশ ও ভারতের প্রবাসীরাও ছিলেন এ আয়োজনে।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!