মাঝ আকাশে স্পাইসজেটে আগুন, ১৮৫ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ

ভারতের পাটনায় ১৮৫ জন যাত্রী নিয়ে আকাশে ওঠার পর একটি উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লিগামী স্পাইসজেটের উড়োজাহাজটি এরপর দ্রুত পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে অল্পের জন্য রক্ষা পান উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুরা। স্থানীয় সময় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং সাংবাদিকদের বলেন, নিচে থাকা স্থানীয়রা উড়োজাহাজের বাঁ পাশের ডানায় আগুন দেখতে পেয়ে বিমানবন্দরের কর্মকর্তাদের জানান। এরপর ফ্লাইটটি পাটনা বিমানবন্দরে ফিরে আসে। ১৮৫ জন যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৌশলীরা অনুসন্ধান করছেন।

উড়োজাহাজে থাকা একজন যাত্রী সাংবাদিকদের জানান, ‘উড়োজাহাজটি উড্ডয়নের প্রথম ১৫ মিনিটের মধ্যে অনেক শব্দ শোনা গিয়েছিল। তখন পাইলট ঘোষণা করেন যে কিছু সমস্যা হয়েছে, আমরা পাটনায় ফিরে যাব। ওই সময় পরিস্থিতি বেশ ভীতিকর ছিল।’

Travelion – Mobile
Diamond-Cement-mobile

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এভিয়েশনের সূত্রের বরাতে জানিয়েছে, উড়োজাহাজের ইঞ্জিনে পাখির আঘাতের ফলে আগুনের সূত্রপাত হয়েছে।

স্পাইসজেট এয়ারলাইন সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় রয়েছে। সম্প্রতি ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ স্পাইসজেটের বোয়িং ৭৩৭ ম্যাক্স পাইলটদের একটি ত্রুটিপূর্ণ সিমুলেটরে প্রশিক্ষণ দেওয়ার জন্য এক মিলিয়ন ভারতীয় রুপি (প্রায় ১২ হাজার ৮৩০ মার্কিন ডলার) জরিমানা করে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত এপ্রিলে কর্তৃপক্ষ ৯০ জন স্পাইসজেট পাইলটকে বিমান চালাতে বাধা দেয়। কর্তৃপক্ষের অভিযোগ, ওই পাইলটরা সঠিকভাবে প্রশিক্ষিত ছিলেন না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!