মহাকাশ থেকে পৃথিবীতে ফেরানোর হচ্ছে সুনিতাদের, রওনা দিল ক্রিউ-১০
অবশেষে প্রতীক্ষার অবসান। ৯ মাসের বেশি সময় মহাকাশে আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিল ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ক্রিউ-১০। সুনিতা ও বুচের পাশাপাশি নাসার মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গরবুনভও ড্রাগন ক্যাপসুলে করে ফিরতে পারেন।
সুনীতাদের উদ্ধার করতে যাওয়া অভিযানে রয়েছেন নাসার মহাকাশচারী অ্যানি ম্যাকলেন, নিকোল এয়ারস, জাপানের মহাকাশচারী তাকুয়া ওনিসি, রসকসমস কসমোনৌট পেসকভ।
আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। ক্রিউ-১০ আইএসএস-এ পৌঁছোনোর কিছু দিনের মধ্যেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে বলে জানিয়েছে নাসা।
গত ১২ মার্চ নাসা-স্পেস এক্সের রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চের মাত্র ঘণ্টাখানেক আগে সেই রকেটে ত্রুটি ধরা পড়ে! সেই কারণে মিশন বাতিল করতে বাধ্য হয় তাঁরা। জানা গেছে, রকেটের হাইড্রোলিক সিস্টেমে কিছু গন্ডগোল হয়েছিল, যার জন্য রকেট লঞ্চ করা যায়নি। ভিতরে থাকা চারজন মহাকাশচারীকেও সুরক্ষিতভাবে বের করে আনা হয়।
নাসার নভোচারী সুনিতা ও বুচার গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। তাঁরা মাত্র আট দিনের এক মহাকাশ মিশনে সেখানে যান; কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা মহাকাশ স্টেশনে আটকা পড়েন। গত ফেব্রুয়ারি মাসে তাঁদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
কারিগরি ব্যর্থতার বিষয়টি পরবর্তী সময়ে রাজনৈতিক অভিযোগের দিকেও মোড় নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইচ্ছাকৃতভাবে দুই নভোচারীকে পরিত্যাগ করেন। তঁদের দ্রুত ফিরিয়ে আনার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিলেন তিনি। এ বিষয়ে মাস্ক সুনির্দিষ্ট তথ্য প্রকাশ না করলেও তাঁর অভিযোগ আলোড়ন তুলেছে।
ইউক্রেন সংঘাত সত্ত্বেও মহাকাশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সহযোগিতার একটি ক্ষেত্র হিসেবে রয়ে গেছে, মহাকাশচারীরা স্পেসএক্স ক্রু ড্রাগনসের পাশাপাশি কাজাখস্তান থেকে উৎক্ষেপিত সয়ুজ ক্যাপসুলের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাতায়াত করেন।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ