বিশ্বের ৪র্থ নিরাপদ দেশ ওমান

২০২৪ সালের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপ ইন্টারন্যাশনাল প্রকাশিত বিশ্ব নিরাপত্তা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাতের সময় নাগরিকদের নিরাপত্তার অনুভূতি পরিমাপে ওমান সারা বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে।

“আইন ও শৃঙ্খলা” সূচকে দেশটি ৯১ পয়েন্ট অর্জন করেছে, যা নিরাপত্তা ও জননিরাপত্তার প্রতি ওমানের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

গ্যালাপ ইন্টারন্যাশনাল জানিয়েছে, শক্তিশালী আইন প্রয়োগ ব্যবস্থা, স্থিতিশীল শাসনব্যবস্থা এবং নগর নিরাপত্তা ও অবকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগের কারণে ওমান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হয়ে উঠেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ওমানের কম অপরাধের হার এবং জনশৃঙ্খলা রক্ষায় সরকারের অব্যাহত প্রচেষ্টা দেশটির নাগরিক ও প্রবাসীদের মধ্যে উচ্চমাত্রার নিরাপত্তাবোধ নিশ্চিত করেছে।

এভিয়েশন, পর্যটন আর প্রবাসের সব খবর পেতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!