বাহরাইনে দর্জির দোকানের আড়ালে মাদক ব্যবসা, প্রবাসীর ৫ বছরের জেল
বাহরাইনে সেলাইয়ের দোকানকে মাদক ব্যবসার জন্য ব্যবহারের দায়ে এক প্রবাসী দর্জিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩,০০০ দিনার জরিমানা করেছে দেশটির শীর্ষ ফৌজদারি আদালত।
সাজা শেষ হওয়ার পর তাকে বাহরাইন থেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।
প্রবাসী ওই দর্জিকে বাহরাইনের এক সহযোগীর সঙ্গে অবৈধ মাদক ব্যবসা পরিচালনার জন্য দোষী সাব্যস্ত করে আদালত। সহযোগীকে এক বছরের কারাদণ্ড এবং ১,০০০ দিনার জরিমানা করা হয়েছে।
মামলাটি নাটকীয় মোড় নেয় যখন তৃতীয় ব্যক্তি, যিনি প্রাথমিকভাবে তথ্যদাতা বা সোর্স হয়ে এই অভিযানের যুক্ত ছিলেন, কর্তৃপক্ষের সাথে তার সহযোগিতার ফলে দর্জির ধরা পড়ে।
তথ্যদাতার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ বাহরাইনের সহযোগীকে তার গাড়িতে বসে থাকা অবস্থায় গ্রেপ্তার করে। কর্মকর্তারা নগদ ২৪.৫ দিনার খুঁজে পেয়েছেন, যা মাদক বিক্রি থেকে প্রাপ্ত বলে সন্দেহ করা হচ্ছে।
গ্রেপ্তারের পর, তদন্তকারীরা দর্জির দোকানের দিকে নজর রাখেন, যা একটি সাধারণ ব্যবসা বলে মনে হয়েছিল। এটি খুঁজে বের করার পর, কর্তৃপক্ষ একটি স্টিং অপারেশন শুরু করে যা পুরো মাদক নেটওয়ার্কটি ভেঙে দেয়।
প্রসিকিউটররা প্রথমে দর্জি এবং তথ্যদাতা উভয়ের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখার এবং বিক্রির অভিযোগ এনেছিলেন, অন্যদিকে বাহরাইনের সহযোগীর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবহারের অতিরিক্ত অভিযোগ আনা হয়েছিল। আদালত কেবল সাজা বহাল রাখেনি, মামলার সাথে সম্পর্কিত সমস্ত জব্দ করা জিনিসপত্র বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।
সহযোগিতার জন্য তথ্যদাতা তৃতীয় ব্যক্তিকে ক্ষমা করা হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ