ফ্লাইটে উঠলেই কানে ব্যথায় অস্থির? যে উপায়ে উপশম করা যায়
আকাশপথে যাত্রার একটা উত্তেজনাও রয়েছে। কিন্তু সেই উত্তেজনা বা আনন্দের গুড়ে বালি ঢেলে দেয়, কানে ব্যথা (Ear Irritation in Flight)। ফ্লাইট মাটি ছেড়ে উঠতেই এই ব্যথায় কাতর হয়ে পড়েন অনেকেই। অনেক সময়ে এই ব্যথা, যার পোশাকি নাম ‘এয়ারপ্লেন ইয়ার’, তা অসহনীয় হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, এয়ারপ্লেন ইয়ার বা ব্যারোট্রমা তখনই ঘটে, যখন কানের ভিতরের চাপ বাইরের বায়ুচাপের সঙ্গে সমান হয় না। কারণ বিমানের উড়ান বা অবতরণের সময় কেবিনের বায়ুচাপে হঠাৎ পরিবর্তন হয়। সাধারণত কানের ইউস্টেশিয়ান টিউব যা কিনা কান ও নাককে যুক্ত করে, সেই নালির মাধ্যমে এই চাপ সমান হয়। সাইনাস কনজেশন, ঠান্ডা বা অ্যালার্জি থাকলে ইউস্টেশিয়ান টিউবের কার্যক্ষমতা কমে যায়। তখন, বা অন্য কোনও কারণে এই টিউব আটকে গেলে, ব্যথার সমস্যা হয়।
ফ্লাইটে কানে ব্যথা খুবই সাধারণ সমস্যা। প্রায় সব যাত্রীই কোনও না কোনওভাবে ফ্লাইটে ভ্রমণের সময় কানের অস্বস্তি অনুভব করেন। শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ তাদের ইউস্টেশিয়ান টিউব ছোট এবং কার্যক্ষমতা কম।
সাধারণত বিমান উড়লে কানের ভিতরে ভরাট লাগা বা ব্লক হওয়ার একটা অনুভূতি। সেটাই ব্যথায় পরিণত হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেকে সাময়িক শ্রবণশক্তিও হারাতে পারেন। গুরুতর ক্ষেত্রে ব্যথা আরও তীব্র হতে পারে এবং কানের পর্দা ছিঁড়ে যেতে পারে।
কীভাবে সামলাবেন এই সমস্যা?
এয়ারপ্লেন ইয়ার এড়ানোর জন্য কয়েকটি সহজ পদক্ষেপ নিতে পারেন।
ঘনঘন হাই তোলা বা ঢোক গেলা ইউস্টেশিয়ান টিউব খোলার মাধ্যমে চাপ সমান করতে সাহায্য করে।
চুইংগাম চিবোলে বা মিষ্টি ক্যান্ডি চুষলে ঢোক গেলার প্রক্রিয়া সচল থাকে।
সাইনাসে নাক বন্ধ থাকলে ফ্লাইটের আগে নেজাল স্প্রে ব্যবহার করতে পারেন।
ভ্যালসালভা ম্যানুভার প্রয়োগ করতে পারেন। এই পদ্ধতিতে নাক চেপে মুখ বন্ধ রেখে হালকা ফুঁ দিলে টিউব খোলে।
বিমানে ওঠার আগে বেশি পরিমাণ জল খান এবং অ্যালকোহল ও কফি এড়িয়ে চলুন।
ফ্লাইটের সময়, বিশেষ করে উড়ান ও অবতরণের সময়, ঘুমোনোর বদলে জেগে থাকুন।
চিকিৎসার প্রয়োজন হয় কি?
অধিকাংশ ক্ষেত্রে ফ্লাইটে ইয়ার ফ্লাইট শেষ হওয়ার পরে আপনা থেকেই সেরে যায়। তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়, চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সংক্রমণ বা কানের পর্দা ছিঁড়ে গেলে অ্যান্টিবায়োটিক, রেইনকিলার বা কানের ড্রপ প্রয়োজন হতে পারে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ