পাসপোর্ট নিতে ভুলে যান পাইলট, মনে পড়ল মাঝ আকাশে, ঘোরানো হল বিমান
বিমানযাত্রায় অদ্ভুত কাণ্ড ঘটল। আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট নিজেই পাসপোর্ট নিতে ভুলে গেলেন। ফলে মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে যেতে হল বিমানবন্দরে। বিমানে শতাধিক যাত্রী সওয়ার ছিলেন। পাইলটলের দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে হল তাঁদেরও। বেশ কয়েক ঘণ্টা নষ্ট হল। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
গত ২২মার্চ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গোড়ার দিকে বিষয়টি আড়াল করার চেষ্টা হলেও, সত্য চাপা থাকেনি। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে চীনের শাংহাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল আন্তর্জাতিক বিমানসংস্থা আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স (United Airlines)-এর UA198 Boeing 787-9 ফ্লাইটটি। বিমানে ২৫৭ জন যাত্রী ছিলেন । আকাশপথে লস অ্যাঞ্জেলস থেকে শাংহাই যেতে ১৩ ঘণ্টা সময় লাগে। বিমানবন্দর থেকে ওড়ার পর প্রায় দু’ঘণ্টা কেটে যায়। তার পর পাসপোর্ট নেননি বলে সম্বিৎ ফেরে পাইলটের।
জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আকাশে ওড়ে বিমানটি। কিন্তু দু’ঘণ্টা আকাশে ওড়ার পর পাইলট দেখেন, পাসপোর্ট সঙ্গে নিতে ভুলেই গিয়েছেন তিনি। বিমান তখন প্রশান্ত মহাসাগরের উপরে। সেই অবস্থাতেই বিমান ঘুরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টা নাগাদ বিমানটি সান ফ্রান্সিসকোর মাটি ছোঁয়। বিমানের গতিবিধির উপর নজরদারি চালানো সংস্থা ফ্লাইটরাইডার.২৪ (FlightRadar 24) জানিয়েছে, হঠাৎ করেই মাঝ আকাশে বিমানের মুখ ঘোরানো হয়।
গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। সোশ্য়াল মিডিয়ায় কেউ কেউ লেখেন, ‘UA198 বিমানের মুখ ঘোরানো হল সান ফ্রান্সিসকোর দিকে। কারণ পাইলট তাঁর পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন? ছ’ঘণ্টা ধরে আটকে রয়েছি। এমনটা মোটেও কাম্য নয়’।
গোটা ঘটনায় ক্ষমা চেয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। পাইলটের ভুলের জন্য ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন যে যাত্রীরা তাঁদের মাথাপিছু ১৫ ডলার করে খাবারের ভাউচার দেওয়া হয়। সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়, ‘শনিবার লস অ্যাঞ্জেলস থেকে শাংহাই যাওয়ার United flight 198 বিমানটি সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। কারণ পাইলট পাসপোর্ট নেননি সঙ্গে। সন্ধেয় যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করে দিই আমরা’।
এর পর, বিকল্প বিমানটি যাত্রীদের নিয়ে রাত ৯টা নাগাদ সান ফ্রান্সিসকো বিমানবন্দর ছাড়ে বলে জানা গিয়েছে। রবিবার সকালে সেই বিমান নামে শাংহাইয়ে।
তবে এই প্রথম এমন ঘটনা ঘটল না। ২০১৯ সালে ৬ জুন বাংলাদেশ বিমানের বোয়িং-৭৮৭ উড়োজাহাজ নিয়ে ফিনল্যান্ড সফররত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতার থেকে দেশে আনতে যাওয়ার সময় ভুল করে পাসপোর্ট রেখে গিয়েছিলেন ক্যাপ্টেন ফজল মাহমুদ। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট পয়েন্টে থাকা একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়। তবে তিনি কাতারের ট্রানজিট পয়েন্ট পার হয়ে দেশটির ভেতরে প্রবেশ করতে গেলে ইমিগ্রেশন কর্মকর্তারা তার পাসপোর্ট দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ক্যাপ্টেন ফজল মাহমুদকে বিমানবন্দরটির ইমিগ্রেশনের হেফাজতে নেয়া হয়। এ ঘটনার পর প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ফ্লাইটের দায়িত্ব থেকে তাকে সরিয়ে নেয়া হয়। আর ফজল মাহমুদের পরিবর্তে বিমানের অন্য পাইলটকে পাঠানো হয়।
একই বছর, সালে T’way Air-এর একটি বিমান ভিয়েতনাম থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। কিন্তু প্রায় ১১ ঘণ্টা পর গন্তব্যে পৌঁছয় বিমানটি। কারণ বিমানের পাইলট নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন। সেবার রাতভর আটকে ছিলেন ১৬০ জন যাত্রী।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ