পবিত্র মসজিদুল হারামে ‘খতমে কোরআনে’ শরিক হলেন ৪১ লাখের বেশি মুসল্লি

পবিত্র মক্কা নগরীতে অবস্থিত পবিত্র মসজিদুল হারামে গতকাল শুক্রবার ২৯ রোজার রাতে একত্রে নামাজ আদায় করেছেন ৪ দশমিক ১ মিলিয়নের (৪১ লাখ) বেশি মুসল্লি ও ওমরাহ পালনকারী।

পবিত্র রমজান মাসের এ রাতে এ মসজিদে অনুষ্ঠিত খতমে তারাবিহ নামাজে পবিত্র কোরআনের তিলাওয়াত শেষ (খতম আল–কোরআন) করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল–রাবিয়াহ জানান, মসজিদুল হারামে এ রাতে এশা ও তারাবিহ নামাজে অংশ নিয়েছেন ৩ দশমিক ৪ মিলিয়নের (৩৪ লাখ) বেশি মুসল্লি। তাঁদের সঙ্গে অংশ নেন আরও ৬ লাখ ৪৬ হাজার ৬০০ ওমরাহ পালনকারী।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এর বাইরে এদিন প্রায় ২৮ হাজার ২০০ জন মুসল্লি ভ্রাম্যমাণ গাড়িতে চলাচলের সুবিধা ও ১ লাখ ৩৫ হাজার ৬০০ জন অবস্থান নির্দেশক সেবা গ্রহণ করেন। পাশাপাশি ৪২ হাজারের বেশি জমজমের পানিভর্তি বোতল ও ৭ লাখ ২ হাজার রোজাদারের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।

গতকাল শুক্রবার রাতে খতমে তারাবিহতে অংশ নিতে পবিত্র মসজিদুল হারামে ভোর থেকেই দলে দলে আসতে শুরু করেন মুসল্লিরা। দ্রুতই মসজিদের প্রতিটি করিডর, এর প্রাঙ্গণ ও মাতাফসহ প্রতিটি তলা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

তথ্যসূত্র:সৌদি গ্যাজেট, মক্কা

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!