যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক-এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৫শে ফেব্রুয়ারি নিউইয়র্কে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মো. হেলাল উদ্দিন এবং সদস্য সচিব মো. শরিফ হোসেন নিরব।
মো. কামাল উদ্দীন ও হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং কবির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লিয়াকত হোসেন মামুন। বিশেষ অতিথি ছিলেন হাজী আনোয়ার হোসেন লিটন, মোঃ হেলাল উদ্দিন, নুর আলম সেলিম, মোহাম্মেদ আলী, গোলাম কবির শিপন, বারাকাত শিউল, মোঃ ফারুক, নোমান সিদ্দীকি, নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাঈন উদ্দিন নটু। প্রধান সমন্বয়কারী ছিলেন মো. শরিফ হোসেন নিরব ও হুমায়ন বাঙালী।
আরো ছিলেন বাহার, শওকত আকবর, সরাজ ইসলাম, শফিকুল ইসলাম, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাশেদ আলম, শাহাদাত হোসেন টিটু, শাহাদাত হোসেন সুজন, মামুন, শামছুর রহমান, মিলন, আবু তাহের, রাজিব হোসেন, শাহরিয়ার হিমেল, মো:মহসিন, নুরুল হুদা পিন্টু, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, ইসমাইল হোসেন পলাশ, নুর হোসেন মিঠু,মো নাঈম, আব্দুল কুদ্দুস বাবু, মো:আল-আমিন, সন্জয় শীল, সবুজ হোসেন, মো:আবদুর রহমান, ওমর ফারুক শরীফ, আরিফ হোসেন, আমিন উল্লাহ, আবু বক্কার সিদ্দিক, ইব্রাহিম খলিল, নুর হোসাইন, সজীব আহমেদ, লিটন চৌধুরী, শামীম হোসেন, কিরন, মো জাবেদ, রবিউল হাসান সৈকত, বাদশা ফাহাদ, মোহাম্মাদ কাকন, সজীব, মিশু, রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত রাফি, জহিরুল ইসলাম সোহাগ, মো জামসেদ মজুমদার, হাছান আহম্মেদ, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ইয়াছিন, রমযান আলি রাশেদ, রবিউল হোসেন রাসেল, ফাহাদ, আমিন উল্যাহ, সাইফুল ইসলাম, সজীব, বিপ্লব, তারেক, জুয়েল, পিয়াল, হাসান, আরিফ হোসেন, নাঈম, ফয়সাল, সৈকত ফারুক, নিশাদ, জাহিদ, মুরাদ, জর্জ, সাব্বির, আবদুর রহমান, জাহিদ, তৌহিদ ।
আহবায়ক মো. হেলাল উদ্দিন ও সদস্য সচিব মো. শরিফ হোসেন নিরব বলেন, আগামী কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির ছবিসহ তালিকা প্রকাশ করা হবে। নব নির্বাচিত আহবায়ক কমিটি পবিত্র রমযান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে সোসাইটির কার্যক্রম শুরু করবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ