দুবাই-আবুধাবি রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সংযুক্ত আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে দেশটির আবুধাবি ও দুবাই রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মোকাব্বির হোসেন।

Diamond-Cement-mobile

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১১৩ জন। এর বিস্তার ঠেকাতে দেশটি সব ধরনের এন্ট্রি ভিসা বাতিল করেছে।

Travelion – Mobile

আজ বৃহস্পতিবার দুপুর থেকে আগামী দুই সপ্তাহ সব ধরনের এন্ট্রি ভিসা বন্ধ থাকবে। ওই ঘোষণাটির পরপরই এ সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

করোনার সংক্রমণ রোধে স্থানীয় সরকারের সিদ্ধান্তের কারণে এর আগে বেশ কয়েকটি রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!