৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে জুমার নামাজ

করোনারোধে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকা জুমার নামাজ আজ থেকে ফের শুরু হয়েছে অস্ট্রেলিয়ায় । কভিড-১৯ এর বিস্তাররোধে গত মার্চের মাঝামাঝিতে পুরো দেশে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মেলবর্ন শহরের মেডোও হাইটস মসজিদ ও সানসাইন মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

কভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।

Travelion – Mobile

পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বসবাস করছি।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কোট মোরিসন শুক্রবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল ছাড়া অন্য সব এলাকায় যাতায়াতের অনুমোদন প্রদান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!