ঢাকা রুটে সপ্তাহে ৬ দিন মালদ্বীভিয়ান এয়ারলাইন্স
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জাতীয় বিমানসংস্থা মালদ্বীভিয়ান এয়ারলাইন্স ঢাকা রুটে সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে মালে-ঢাকা-মালে রুটে বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন মালে থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে মালদ্বীভিয়ান এয়ারলাইন্স।
সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী বেড়ে যাওয়ায় শীতকালীন সময়সূচিতে মালদ্বীপ প্রবাসী ও পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার এ ৬ দিন স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে এবং ঢাকার সময় মধ্যরাত ১ টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর পৌঁছাবে।
এরপর মধ্যরাত ২টা ৪০ মিনিটে ঢাকা থেকে মালের উদ্দেশ্য ছেড়ে আসবে এবং ভোর ৬টা ৪০ মিনিটে মালে পৌঁছাবে।
এর মাধ্যমে মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশি এবং ভ্রমন ইচ্ছুক যাত্রীদের সহজ নিরাপদ ভ্রমন আরও সহজ ও নিশ্চিত হলো।
উল্লেখ, ২০১২ সালের ১৫ নভেম্বর থেকে মালদ্বীপ থেকে প্রথম এয়ারলাইন্স হিসেবে মালদ্বীভিয়ান প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে ফ্লাইট পরিচালনা শুরু করে। এর আগে প্রবাসী বাংলাদেশিদের দেশে যাতায়াতে খরচ।