ট্রাকের ধাক্কায় শেষ প্রবাসী ব্যবসায়ীর জীবন
চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মারা গেলেন দুবাইপ্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল।
রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-নাজিরহাট সড়কে মুহুরীহাট নজু মিয়া মসজিদের সামনে দুর্ঘটনার শিকার হন জুয়েল।
তার ভাই আবছার চৌধুরী জানান, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
বালুখালি এলাকার মরহুম ইসহাক মিয়ার ছেলেজুয়েল কিছুদিন আগে দুবাই থেকে বাংলাদেশে আসেন। কয়েকদিন পরই তার দুবাই ফিরে যাওয়ার কথা ছিল।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। তাদের অভিযোগ, নাজিরহাট সড়কের মিরেরহাট থেকে নাজিরহাট পর্যন্ত অংশটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই সেখানে দুর্ঘটনা ঘটছে। ঘটছে প্রাণহানি। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
স্থানীয়রা বলছেন, সড়কটিতে ডিভাইডার স্থাপন করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যেতো।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ