জাপানে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

0

জাপানে নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

রবিবার (১৮ ডিসেম্বর) রাজধানী টোকিওতে বাংলাদেশের দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে দেশটিতে কর্মী প্রেরণকারী ও নিয়োগকারী সংস্থা, বাংলাদেশ কমিউনিটি সংগঠক এব প্রবাসী ব্যবসায়ী ও চাকরিজীবী নিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়।

বক্তব্য রাখছেন দূতাবাস কর্মকর্তা ও অতিথিরা
বক্তব্য রাখছেন দূতাবাস কর্মকর্তা ও অতিথিরা

অনুষ্ঠানে অভিবাসী দিবস এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব ও তাৎপর্য, অভিবাসীদের জন্য সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরা হয়। এ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জয়নাল আবেদিন।

উন্মুক্ত আলোচলায় অংশ নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী নেতারা, বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং জাপানে বেশি সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা এ বিষয়ে নানা পরামর্শ ও প্রস্তাবও রাখেন।

উন্মুক্ত আলোচলায় অংশ নেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী নেতারা
উন্মুক্ত আলোচলায় অংশ নেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী নেতারা

এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।

Travelion – Mobile

তিনি বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭৪টি দেশে প্রায় ১ কোটি ৪০ লক্ষ বাংলাদেশি সুনামের সঙ্গে কাজ করছে। সে ধারাবাহিকতায় জাপানে জনশক্তি রপ্তানি বাজার বাড়াতে সবধরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাষ্ট্রদূত, জাপানের বিদেশি শ্রমিকের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে বেশি কর্মী আনার পাশাপাশি বর্তমান বিশ্ব অর্থনীতিক পরিস্থিতিতে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবার বাংলাদেশের সরকারের নির্বাচিত ৬৭ জন এনআরবি সিআইপির মধ্যে ৩ জন জাপান প্রবাসী ব্যবসায়ী রয়েছেন।

উন্মুক্ত আলোচলায় অংশ নেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী নেতারা
উন্মুক্ত আলোচলায় অংশ নেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রবাসী নেতারা

আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর বাণী পড়ে শােনানো হয়।

জাপানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এবং দেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর লক্ষ্যে ১৩ ডিসেম্বর থেকে শুরু হয় সপ্তাহব্যাপী বিশেষ নেটওয়ার্কিং কর্মসূচি।

কর্মসূচিতে জাপানে কর্মী প্রেরণকারী সংস্থা, নিয়োগকারী সংস্থা, রেমিট্যান্স হাউজ, স্টুডেন্ট ভিসায় কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠান এবং টেকনিক্যাল ইন্টার্ন, দক্ষ কর্মী ও স্টুডেন্ট ভিসায় খণ্ডকালীন কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস। এছাড়া জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অন্য দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে।

প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন