চট্টগ্রামে রেডিসন ব্লু নিয়ে আসছে ‘গ্র্যান্ড ওয়েডিং এক্সপো’

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এবং ভায়োলেট ইনকর্পোরেশনের র আয়োজনে ৫ম বারের ন্যায় অনুষ্টিত হতে যাচ্ছে “দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ২০২১”।

আগামী ১১ হতে ১৩ নভেম্বর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ এর মেজবান হলে ৩দিন ব্যাপি এই আয়োজনে একই ছাদের নিচে থাকছে বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপনী পর্যন্ত যাবতীয় আনুষঙ্গিক উপস্থাপনা ।

পাশাপাশি ওয়েডিং প্ল্যানের জন্য পরামর্শদাতা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মেন্যু ও ভেন্যু বাছাইয়ের সুযোগ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং মেকআপ, ওয়েডিং এক্সপার্ট ডিজাইনারদের তৈরী পোষাক ও জুয়েলারি সহ আকর্ষণীয় সব আয়োজন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এছাড়া শাড়ি, শেরওয়ানী, গহনা, মেহেদি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, আসবাবপত্র, হানিমুন প্যাকেজ সহ ওয়েডিং ইন্ড্রাষ্ট্রির ৫৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে আয়োজক প্রতিষ্ঠান ভায়োলেট ইনকর্পোরেশন এর পক্ষ থেকে জানানো হয়েছে ।

এই উপলক্ষে ভায়োলেট ইনকর্পোরেশন ও রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এর পক্ষে থেকে স্বাক্ষর করেন অপারেশনস ইনচার্জ জমির উদ্দিন কোরেশী ও ভায়োলেট ইনকর্পোরেশনের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর এ.বি.এম খালেদ মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রামের বে ভিউ এবং ভায়লেট ইন কর্পোরেশন এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ইভেন্ট সহযোগী পার্টনার এম এন্ড এম বিজনেস কমিউনিকেশন এর সিইও মানজুমা মোরশেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!