গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।

গতকাল বিকেলে দূতাবাসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দেন সিনিয়র সাংবাদিক তাইজুল ফয়েজ, বাংলা টিভির প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, নিউজ২৪ এর প্রতিনিধি জহিরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান মুন্না, এস এ টিভির প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া ডালিম, আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার, যমুনা টিভির প্রতিনিধি রুমন আহমেদ নিরব।

এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে নীতি ও আদর্শে অটল ছিলেন। প্রবাসীবান্ধব রাষ্ট্রদূত আসুদ আহমদ সব সময় প্রবাসীদের সুখে- দুঃখে পাশে দাঁড়িয়েছেন।

তিনি বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি, মুসলিম অভিবাসীদের জন্য কবরস্থানের জায়গার অনুমতি, অনিয়মিত প্রবাসীদের বৈধতা করণসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!