ওমানে ১০ দেশ থেকে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ওমানে কোভিড-১৯ মোকাবেলায় ১০ টি দেশ থেকে আগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা বিস্তার রোধে সুপ্রিম কমিটির সর্বশেষ সিদ্ধান্তের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশগুলো হল লেবানন, সুদান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, গিনি, ঘানা, সিয়েরা লিওন এবং ইথিওপিয়া।

টাইমস অব ওমানে খবরে বলা হয়, এই ১০ টি দেশ থেকে আগতদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাতে কার্যকর হবে এবং পরবর্তী ১৫ দিনের বলবৎ চলবে।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

এই তালিকায় এমন লোকরাও অন্তর্ভুক্ত রয়েছে যারা এই দেশগুলির মধ্য দিয়ে ভ্রমণ করেছে অথবা ওমান ভ্রমণ করার ১৪ দিনের আগে এইসব দেশের মাধ্যমে ট্রানজিট করেছে।

তবে ওমানি নাগরিক, স্বাস্থ্যসেবা কর্মী এবং তাদের পরিবার এবং সুলতানাতে কর্মরত বিদেশী মিশনের কূটনীতিকরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

স্বরাষ্ট্রমন্ত্রী হামমুদ বিন ফয়সাল আল বুসাইদির সভাপতিত্বে সুপ্রিম কমিটির বৈঠকে মহামারির বিকাশ এবং এর সংক্রমণ রোধ করতে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

যেমনটি আগেই বলা হয়েছিল, সুপ্রিম কমিটি দেশের লোকদের একেবারে প্রয়োজনীয় না হলে বিদেশে ভ্রমণ না করার জন্যও আহ্বান জানিয়েছিল, যাতে লোকেরা এই রোগের আরও মারাত্মক সংঘর্ষের সংস্পর্শে না আসে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!