ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ওমানের দেশটির পানজা শহরে এ ঘটনা ঘটে। নিম্চিত করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মো. সায়মন (২৫) ও রাউজানের মো. জসীম (৪৫)। জসীম রাউজানে বসবাস করলেও তার নিজ বাড়ি বরিশাল বলে জানা গেছে।
প্রবাসীদের সূত্র জানা যায়, ওই এলাকার একটি আরবী হোটেলের পানির ট্যান্কের ভেতরে জমে থাকা ময়লা পরিস্কারের ঠিকাদারি নেন ইলিয়াস নামে একজন প্রবাসী পাকিস্তানি। ২০ ফুট গভীরতার ট্যান্কের বেশির ভাগ ময়লা অপসারণ হলেও তলানীর ময়লা রয়ে যায় কারণ গভীরে যাওয়ার ঝুঁকি নিতে পারেনি নিয়োজিত শ্রমিকরারা। পরে বাংলাদেশি কর্মী জসীম ও সায়মন তা অপসারণের দায়িত্ব নেন।
রাউজানের ওমানপ্রবাসী মো. সাইদ জানান, শনিবার রাত ১২টার দিকে তারা পানির ট্যাংক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সায়মন নিচে নামেন, তিনি নিচ থেকে ওপরে ওঠে না আসায় পরে জসীম দেখতে যান। তিনিও আর নিচ থেকে উপরে ওঠে আসেননি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ