ওমানে ছদ্মবেশে ভিডিও কল প্রতারণা: সতর্ক করলো আরওপি
ওমানে ভিডিও কলের মাধ্যমে ছদ্মবেশে প্রতারণা বাড়ছে-এমন তথ্য জানিয়ে নাগরিক ও প্রবাসীদের উদ্দেশে জরুরি সতর্কবার্তা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
আরওপি জানিয়েছে, প্রতারকরা ভিডিও কলের মাধ্যমে নিজেদের পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য নেওয়ার চেষ্টা করছে।
এক্ষেত্রে তারা জাল ইমেল ঠিকানা যেমন: [email protected] ব্যবহার করছে। এমনকি পুলিশের ইউনিফর্ম পরে বা আইডি কার্ডের সম্পাদিত ছবি দেখিয়ে তারা নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করছে।
এই প্রতারকরা ভিডিও কলে ভয়ভীতি দেখিয়ে ব্যাংক হিসাব নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ওটিপি বা পাসওয়ার্ডের মতো স্পর্শকাতর তথ্য জানতে চায়।
সবাইকে সতর্ক করে দিয়ে রয়্যাল ওমান পুলিশ বলেছে, “অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কলকারীর পরিচয় যাচাই না করে তার সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না। আপনার তথ্য নিরাপদ রাখা সবার দায়িত্ব।”
সাথে তারা আরও আহ্বান জানিয়েছে, এমন সন্দেহজনক ভিডিও কল পেলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে এবং নিজেরা সচেতন থাকতে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ