ওমানের জেবল আখদারে গত বছর গেছেন ২ লাখেরও বেশি পর্যটক

ওমানে বেড়ানোর অন্যতম গন্তব্য এবং বিশ্ব পর্যটকদের আকষর্ণের কেন্দ্র জেবেল আখদারে গত বছর ২ লাখ ৩ হাজার ৬২৯ জন পর্যটক-দর্শনার্থীর আগমন হয়েছিল।

দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, গত বছর ৯৬,৮৫৬ জন ওমানি এই জনপ্রিয় পর্বত গন্তব্য পরিদর্শন করেছেন, যা তাদেরকে দর্শনার্থীদের মধ্যে বৃহত্তম দলে পরিণত করেছে।

বিদেশি পর্যটকদের মধ্যে, বিভিন্ন জাতীয়তার ৮৩,৫০৯ জন এই অঞ্চলটি ঘুরে দেখেছেন, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে এর ক্রমবর্ধমান আকর্ষণ তুলে ধরে।

Travelion – Mobile

আরব পর্যটকদের ক্ষেত্রে, সৌদি পর্যটকের সংখ্যা ১২,০০৭ জন, তারপরে অন্যান্য আরব জাতীয়তার ৭,৭৩৪ জন দর্শনার্থী। সংযুক্ত আরব আমিরাত ১,১৭৫ জন পর্যটককে অবদান রেখেছে, যেখানে বাহরাইন, কুয়েত এবং কাতার যথাক্রমে ৬১২ জন; ১,০৮৩ জন; এবং ৬৫৩ জন পর্যটক রেকর্ড করেছে।

গ্রীষ্মকালে মাঝারি জলবায়ু এবং শীতকালে ঠান্ডা আবহাওয়ার কারণে আদ দাখিলিয়াহ গভর্নোরেটের আল হাজর পর্বতমালার অন্যতম অংশ জাবাল আখদার স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের কাছেই প্রিয় গন্তব্য। এটি তার ইকো-ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার পর্যটনের সুযোগের জন্য পরিচিত, যেখানে উপত্যকায় ট্রেকিং, গুহা অন্বেষণ এবং পর্বত আরোহণের মতো কার্যকলাপ অফার করা হয়।

Diamond-Cement-mobile

এই কার্যকলাপগুলি দর্শনার্থীদের এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত হওয়ার এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ করে দেয়।

উইলায়েতে বিভিন্ন ধরণের হোটেল সুবিধা রয়েছে, যা বছরব্যাপী গন্তব্য হিসেবে এর আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে।

জাবাল আখদারের অ্যাডভেঞ্চার এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য মিশ্রণ ওমানের শীর্ষ পর্যটন আকর্ষণ হিসেবে এর অবস্থানকে দৃঢ় করে চলেছে।

জাবাল আখদার – উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত, এটি ওমান উপসাগর উপকূল হতে ৫০-১০০ কিলোমিটার মাঝে অবস্থিত। এটির সর্বোচ্চ পয়েন্ট জেবেল শামস (সানের পর্বত) প্রায় প্রায় ৯,৮০০ ফুট উচুঁ।

ওমানের আরও খবর :
ওমানের গ্রীস্মকালীন স্বর্গ ধোফার : গত খারিফে সাড়ে ১০ লাখ দর্শনার্থীর আগমন
ওমানে পর্বতচূড়ায় ব্যতিক্রমী ইফতার
মাস্কাটের শাংরি-লায় রমজানের স্মরণীয় ২০ বছর
ওমানে প্রবাসীসহ ২০০০ মানুষের বড় ইফতার
মাস্কাটে ঐতিহ্যবাহী নৌকায় ইফতার : অনন্য ধারার আবির্ভাব
মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বিমানসংস্থার স্বীকৃতি ওমান এয়ারের
ওমানে পানির ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ বাংলাদেশির মৃত্যু

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!