উল্কাপিণ্ড থেকে পৃথিবী রক্ষায় নাসার মিশন শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন-নাসা পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন উল্কাপিণ্ডকে তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার এক প্রযুক্তি পরীক্ষা করছে ।

এ উদ্দেশ্যে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ডার্ট মহাকাশযান বহন করা একটি ফ্যালকন ৯ রকেট বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ মহাকাশ ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছে।

পরীক্ষাটি চালানো হবে আইফেল টাওয়ারের চেয়েও দ্বিগুন উচ্চতার (৭৮০ মিটার) ডাইমর্ফোস নামে একটি গ্রহাণুর ওপর।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

নাসার মহাকাশযানটি এর ওপর আঘাত হানবে এবং তারপর পরীক্ষা করে দেখা হবে- এর কক্ষপথ এবং গতিবেগে কোন পরিবর্তন হলো কিনা। উল্কাপিণ্ড ধ্বংস করে পৃথিবী রক্ষায় এবারই প্রথমবারের মতো এই ধরণের প্রযুক্তি পরীক্ষা করছে নাসা।

কয়েকশ’ মিটার আকারের একটি উল্কাপিণ্ড যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে তা কোনও একটি উপমহাদেশ জুড়ে ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।

বলা হচ্ছে ১৬০ মিটার চওড়া কোনো গ্রহাণু যদি বিস্ফোরিত হয় সেটা হবে একটি পারমাণবিক বোমার চাইতেও বহুগুণ বেশি প্রচণ্ড। এতে জনবসতি আছে এমন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে।

আরও পড়তে পারেন
চাঁদের টুকরো উড়েবেড়াচ্ছে পৃথিবীর খুব কাছেই
মরুভূমিতে ছড়িয়ে থাকা রহস্যময় কাঁচের টুকরো এসেছে ভিন্‌ গ্রহ থেকে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!