ইতালির বাণিজ্যিক শহর মিলানসহ নতুন ১৪টি অভ্যন্তরীণ রুটে সংযোগ ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এছাড়া ইউরোপ ও আফ্রিকার আরো ১৩টি দেশের সঙ্গে এই সংযোগ ফ্লাইট পরিচালিত হবে বলে জানায় সংস্থাটি।
আসছে ১৪ অক্টোবর থেকে এসব রুটে ইতালির রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা ইতা এয়ারওয়েজের মাধ্যমে এ সংযোগ ফ্লাইট পরিচালনা হবে বলে জানান ইতালিতে বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল হোসাইন।
তিনি বলেন, “বিমানের রোম-ঢাকা রুটে যাত্রী বাড়াতে এবং ইতালিসহ অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন শহরের সঙ্গে ইতা এয়ারওয়েজের মাধ্যমে সংযোগ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে মিলানের লিনাতে বিমানবন্দর, ভেনিসের সান মার্কো, বলোনিয়া, কাসাল, পালেসে, এলমাস, ফনতানা রোসসা, পেরেতোলা, কাপোদিকিনো, পুনতা রাইসি, লামেতসিয়া তেরমে ও কাসেল্লে শহরের সঙ্গে সংযোগ ফ্লাইট চালু হবে।”
এছাড়া ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ যেখানে ইতা এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে, সেসব দেশে থাকা প্রবাসীরাও এই সুবিধা পাবেন। এসব দেশের মধ্যে রয়েছে: আলজেরিয়া, নেদারল্যান্ডস, গ্রিস, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টা, জার্মানি, বুলগেরিয়া, আলবেনিয়া, তিউনিসিয়া ও সুইজারল্যান্ড।
এ বিষয়ে আবদুল্লাহ আল হোসাইন আরো বলেন, “সংযোগ ফ্লাইটের যাত্রীদের প্রথমে ফ্লাইট শুরুর আগে এসব শহর ও দেশ থেকে রোমে এনে পরে বিমানে করে ঢাকায় নেওয়া হবে। আবার ঢাকা থেকে ফেরার পথে রোমে পৌঁছানোর পর ইতা এয়ারওয়েজের মাধ্যমে নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”
এর জন্য যাত্রীদের কাছ থেকে আলাদা কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানান তিনি। যে দেশ বা শহর থেকে যাত্রীরা যাত্রা করবেন, সেখানে তারা লাগেজ বুঝিয়ে দেবেন আর গন্তব্যস্থানে গিয়ে সেগুলো বুঝে নেবেন। আবার ঢাকা থেকে ফেরার সময় লাগেজ বুঝিয়ে দেবে বিমান আর নিজ গন্তব্যে পৌঁছে লাগেজ বুঝে নেবেন যাত্রী।
এ বিষয়ে ভেনিস প্রবাসী কামরুল হাসান রিগ্যান বলেন, “সংযোগ ফ্লাইট হলেও এটা আমাদের জন্য অনেক উপকারী। প্রথমে রোমে গিয়ে পরে সরাসরি বাংলাদেশ বিমানে নিজ দেশে যাবো।”
দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চলতি বছরের ২৬ মার্চ থেকে আবারো ইতালির রাজধানী রোমে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ