আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত রাতে আজমান শহরে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় কামালকে একটি দ্রুতগামী গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Travelion – Mobile
Diamond-Cement-mobile

কামাল উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ নিজাম উদ্দিন।

দীর্ঘ ১৭-১৮ বছর ধরে কামাল প্রবাসে রয়েছে। তিনি একটি লন্ড্রি দোকানে কর্মরত ছিলেন।

তার মরদেহ দেশের আনার বিষয়ে প্রস্তুতি চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!