আমিরাতে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন আবুল মনসুর নামের এক প্রবাসী বাংলাদেশি।

৫০ বছর বয়সী ওই বাংলাদেশি রাজধানী আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ প্রতিবেদনে এই তথ্য দিয়ে বলা হয়, আবুল মনসুর দীর্ঘ ১৭ বছর ধরে এই লটারির টিকিট কিনছিলেন। সবশেষ তিনি ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেন। এর মধ্যে মনসুরের টিকিটটি লটারি বিজয়ী হয়।

Travelion – Mobile

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে আবুল মনসুরকে ফোন দেয় লটারি কর্তৃপক্ষ। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি।

Diamond-Cement-mobile

এ সময় তিনি ভাষা হারিয়ে ফেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে আব্দুস সবুর বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা, সেই স্বপ্ন এবার পূরণ করবেন।

মনসুর বলেন, “আমি এখন এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি।”

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!