সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মচারীদের জন্য ঈদুল ফিতরের ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে।
আজ (সােমবার) এক বিজ্ঞপ্তিতে ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস ঘোষণা করেছে, সরকারি ছুটি আরবি ১৪৪৬ হিজরির ১লা শাওয়াল থেকে শুরু হয়ে ৩রা শাওয়ালে শেষ হবে। ৪রা শাওয়ালে অফিসিয়াল আবার কাজ শুরু হবে।
সংযুক্ত আরব আমিরাতে ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া সম্ভবনা রয়েছে। ২৯ মার্চ চাঁদ দেখা গেলে, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৩০ মার্চ, রবিবার ঈদুল ফিতর হবে। এর ফলে ১লা এপ্রিল পর্যন্ত সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের ঈদুল ফিতর ছুটি থাকবে।
এর ফলে ২৯ মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত চার দিনের ছুটি থাকবে, কারণ দেশের বেশিরভাগ কর্মচারীর জন্য শনিবার হল সপ্তাহান্ত।
এদিকে, যদি ২৯শে মার্চ চাঁদ দেখা না যায় এবং রমজান ৩০ দিন স্থায়ী হয়, তাহলে শাওয়ালের প্রথম দিনটি ৩১শে মার্চ সোমবার পড়বে। এর ফলে ৩১শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত তিন দিনের ঈদের ছুটি থাকবে। এই ক্ষেত্রে, বাসিন্দারা পাঁচ দিনের দীর্ঘ সপ্তাহান্ত পাবেন যা ২৯শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত শুরু হবে।
যদি পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করে, তাহলে ৩০শে রমজান (রবিবার, ৩০শে মার্চ) ঈদুল ফিতরের ছুটির সাথে যোগ করা একটি সরকারি ছুটি হবে।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ