আমিরাতে ইউচ কার ও স্পেয়ার পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
গতকাল শারজাহ হুদুবিয়া রেস্টুরেন্টে হল রুমে বসেছিল প্রবাসী ব্যবসায়ির মিলন মেলা। এ মার্কেটের ব্যবসায়ি কর্মচারিসহ বিপুলসংখ্যক প্রবাসী যোগ দেন এই ইফতার মাহফিলে।
ইউচ কার ও পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কমার্শিয়াল কাউন্সিল আশীষ কুমার সরকার।
বক্তব্য তিনি বলেন, এ রমজান মাসে যে শিক্ষা সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। সবাই মিলেমিশে থাকা, আমরা জাতি হিসেবে বাঙালি ও বাংলাদেশের যারা ব্যবসা করি, আমাদের মধ্যে যেনো মিল মহব্বত থাকে। আমরা সকলে মিলেমিশে সবার বিপদআপদে আমরা একজন একজনের পাশে থাকবো। আবার আমাদের ভালোটিও শেয়ার করবো। আমরা এক সাথে মিলিত হবো বিভিন্ন সময়, এটি আমার ভালো লাগে।
তিনি ব্যবসায়িদের সমৃদ্ধি কামনা করে বলেন, সবাই মিলেই আমরা বাংলাদেশ। আমাদের ব্যক্তিগত সমৃদ্ধির সাথে পারিবারিক সমৃদ্ধি, সেই সাথে আমাদের দেশেরও সমৃদ্ধি জড়িত বলে সবার দীর্ঘায়ু কামনা করেন তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তি মীর কামাল, হাজী শরাফত আলী, প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, বাংলাদেশ সমিতির শারজাহ সভাপতি আবুল বশর, ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, শারজাহ সতিমির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, নবাব সিরাজ,কামাল হোসেন সুমন, বদিউল আলম, নূরল আবছার, নূরুল কাদের, মোহাম্মদ মন্নান, মোহাম্মদ বক্করসহ সংগঠনের সদস্য ও ব্যবসায়ি কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ