আইফোন ১৪ প্রো আগেভাগে পেতে দুবাই গেলেন যে যুবক

আইফোন ১৪ প্রো বিক্রি শুরুর আগেই তা হাতে পেতে নিজ দেশ থেকে হাজারো মাইল পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান অতি উৎসাহী এক যুবক। ১৬ সেপ্টেম্বর দুবাইয়ের একটি শপিং মল থেকে আইফোনের সবশেষ সংস্করণটি কেনেন তিনি।

আইফোনের নতুন সংস্করণের মালিক হওয়া বিশ্বের প্রথম ব্যক্তিদের একজন হতে তিনি গত সপ্তাহে দুবাই যান এই ভারতীয় যুবক।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার এই যুবকের নাম ধীরাজ পল্লীল। তিনি ভ্রমণ টিকিট বাবদ খরচ করেন ৪০ হাজার রুপি। আর আইফোনের নতুন মডেলটি কিনতে খরচ করেন ১ লাখ ২৯ হাজার রুপি।

Travelion – Mobile

সবার আগে আইফোনের নতুন সংস্করণ হাতে পেতে ২৮ বছর বয়সী ধীরাজের দুবাই ছুটে যাওয়া নতুন কিছু নয়। এখন পর্যন্ত তিনি চতুর্থবারের মতো দুবাই ভ্রমণ করেছেন।

আরও পড়তে পারেন : আমিরাতে মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি উদযাপন

ধীরাজ প্রথমবার দুবাই যান ২০১৭ সালে, দ্বিতীয়বার ২০১৯ সালে, ২০২১ সালে তৃতীয়বার আর গত সপ্তাহে চতুর্থবার।

তিনি বলেন, আইফোনের নতুন সংস্করণ হাতে পাওয়ার জন্য তিনি অপেক্ষা করতে চাননি। সবার আগে নতুন মডেলের মালিক হতে অ্যাপল স্টোরের বাইরে অপেক্ষার উত্তেজনা তিনি পছন্দ করেন।

আরও পড়তে পারেন : আমিরাতে অভাবী বাসিন্দাদের জন্য বিনামূল্যে তাজা রুটির ব্যবস্থা

ধীরাজ একজন সিনেমাটোগ্রাফার ও ব্যবসায়ী। ধীরাজ বলেন, তিনি সব সময়ই প্রযুক্তি বিষয়ে উত্সাহী।

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!