কুয়েতে ষাটোর্ধ্ব প্রবাসীর আকামা নিষিদ্ধ সিদ্ধান্তে সংশোধনী আসছে!

কুয়েতে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য আকামা বা ওয়ার্ক পারমিট নবায়ন নিষিদ্ধ জারির সিদ্ধান্তে কিছু সংশোধন করবে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ (পিএএম)।

কর্তৃপক্ষের পরিকল্পনা ও প্রশাসনিক উন্নয়নের উপ-মহাপরিচালক, ইমান আল-আনসারী শুয়াইখ শিল্পাঞ্চল পরিদর্শনের সময় এ তথ্য দিয়ে বলেন, সিদ্ধান্তটির কিছু সংশোধনী রয়েছে যা দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

উপ-মহাপরিচালক এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করে নি।

Travelion – Mobile

এর আগে এক খবরে জানা গিয়েছিল ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য আকামা নবায়নে এক বছরের জন্য ২০০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা) ফি নির্ধারণের জন্য প্রস্তাব দেয় জনশক্তি কর্তৃপক্ষ। এই প্রস্তাবের ব্যাপারে দেশটির কর্মসংস্থান সম্পর্কিত সুপ্রিম অ্যাডভাইসরি কমিটির সদস্যেরা ঐক্যমতে পৌঁছালেও তা অনুমোদন বা সংশোধন করতে হবে জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদকে। অবশ্য জনশক্তি কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে প্রস্তাবিত পরিমাণ হ্রাস করার সম্ভাবনারও কথা ইঙ্গিত করে সূত্রগুলি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!