ওমানে ‘বিকাশ’ মাধ্যমে অর্থ স্থানান্তরের ব্যাপারে সতর্কতা জারি

ওমানের কেন্দ্রীয় ব্যাংক (সিবিও)”লাইসেন্সবিহীন” পদ্ধতি ব্যবহারে অর্থ স্থানান্তর ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও লাইসেন্সবিহীন দোকানগুলিকে সতর্ক করেছে, যারা ‘বিকাশ’ মাধ্যমে টাকা স্থান্তান্তর জড়িত আছে।

নাগরিক ও প্রবাসীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে জারি করা বিবৃতিতে সিবিও বলেছে, বিদেশে অর্থ স্থান্তান্তর করতে “লাইসেন্সবিহীন” পদ্ধতি বা অবৈধ চ্যানেল ব্যবহার করে এমন ব্যক্তি এবং দোকানের সঙ্গে যোগাযোগের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে সিবিও আরও বলেছে, লাইসেন্সবিহীন অর্থ স্থানান্তর অপারেটরদের সঙ্গে লেনদেন করা অবৈধ এবং ওমান আইন অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ।

Travelion – Mobile

সিবিও অনুসারে, এই চ্যানেলগুলির উপর নির্ভরশীল গ্রাহকরা জালিয়াতির ঝুঁকিতে থাকে। সিবিও ব্যক্তি ও দোকানকে অর্থ সংগ্রহ এবং এপেক্স ব্যাঙ্কের লাইসেন্স ছাড়াই তা স্থানান্তরিত করার বিরুদ্ধে সতর্ক করেছিল।

সিবিও যোগ করেছে, “এ ধরনের চর্চা ওমানি ব্যাংকিং আইন, জাতীয় পেমেন্ট সিস্টেম আইন, মানি-লন্ডারিং ও সন্ত্রাসবাদ অর্থায়ন আইনের লঙ্ঘন করে এবং যে কেউ এই কাজ করলে তাকে জেল ও জরিমানাসহ বেশ কয়েকটি দণ্ডের সাজা ভোগ করতে হবে।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!