উপসাগরীয় সঙ্কট নিয়ে কাতার-সৌদি আরব আলোচনা

কাতারে পররাষ্ট্রমন্ত্রী ডাঃ শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি জানিয়েছেন, উপসাগরীয় সঙ্কট নিয়ে কাতার সৌদি আরবের সাথে আলোচনা করেছে । তিনি বৈঠক থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করছেন।

কাতারের স্থানীয় দৈনিক কাতার ট্রিভিউন সূত্রে জানা গেছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত ভূমধ্যসাগরীয় সংলাপ ফোরামে বক্তৃতাকালে এ মন্তব্য করেন।

Diamond-Cement-mobile

আরও পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধকারী প্রতিবেশীদের দেওয়া ১৩ টি দাবি নিয়ে আলোচনা হয়নি, সৌদি ভাইদের সাথে আলোচনাতে আমরা আশা করি তারা ইতিবাচক ফল দেবে।

Travelion – Mobile

উপসাগরীয় সঙ্কট সমাধানে আশাবাদী কাতারেরে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী । তিনি বলেন “আমরা উপসাগরীয় সঙ্কটের এক শেষ প্রান্ত থেকে সরে এসে সৌদি আরবের সাথে সম্পর্কের বিষয়ে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলতে চেয়েছি,” উপসাগরীয় উন্নয়নের বিষয়ে দোহার প্রথম আধিকারিক বিবৃতি বলে মনে করেন তিনি।

প্রসঙ্গতঃ, আগামী ১০ ডিসেম্বর রিয়াদে ৪০তম জিসিসি সন্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সৌদি বাদসাদ সালমান বিন আবদুল আজিজ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!