৫৪ বছর পর যে বিমানবন্দরে ফ্লাইট নামল!

শ্রীলঙ্কার প্রাচীনতম ও প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কলম্বোর রাতমালানা। ৫৪ বছর পর আজ রবিবার আবার সেখানে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করল। বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মালদ্বীপ থেকে একটি ফ্লাইট কলম্বোর রাতমালানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান কর্তৃপক্ষ জানায়, এখন থেকে মালদ্বীপ থেকে ৫০ আসনের একটি উড়োজাহাজ কলম্বোতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী সময়ে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চলবে।

Travelion – Mobile

গত শতকের ষাটের দশকের শেষদিকে কাতুনায়েকে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর রাতমালানা বিমানবন্দরটিকে অভ্যন্তরীণ বিমানবন্দরে পরিণত করা হয়।

কলম্বো থেকে আন্তর্জাতিক ফ্লাইট আসা-যাওয়া করার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো কাতুনায়েকে এলাকায় অবস্থিত বন্দরনায়েক বিমানবন্দর।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া রাতমালানা শ্রীলঙ্কার প্রাচীনতম এবং সে সময়ের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!