৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন নিম্ন-স্তরের বেসামরিক কর্মচারীকে গ্রেফতার করেছে পোল্যান্ড। এর পরই ৪৫ জন রাশিয়ান কূটনীতিককে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড কর্তৃপক্ষ।

ব্লূমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ মার্চ) এ নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির মুখপাত্র পিওতোর মুলার এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন কূটনীতিকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের জন্য পোলিশ কর্তৃপক্ষ প্রায় ৪৫ জন রাশিয়ান কূটনীতিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

Travelion – Mobile

পোল্যান্ডের নিরাপত্তা পরিষেবার মুখপাত্র স্ট্যানিসলা জারিন জানান, পোলিশ গোয়েন্দারা ৪৫ জন কূটনীতিককে রাশিয়ার বিশেষ পরিষেবার অফিসার ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!