২৭ বছর পর প্যারিস-মাস্কাট রুটে এয়ার ফ্রান্সের সরাসরি ফ্লাইট

দীর্ঘ ২৭ বছর পর আবারও ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ওমানের রাজধানী মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করলো এয়ার ফ্রান্স।

রবিবার (২৪ অক্টোবর)প্যারিস থেকে এয়ার ফ্রান্সের প্রথম ফ্লাইট মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার মধ্য দিয়ে দুই রাজধানীর মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়।

ওমানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এয়ার ফ্রান্সকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত পরিষেবা পরিচালনা করার অনুমোদন দিয়েছে।

Travelion – Mobile

অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “এয়ার ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ অক্টোবর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।”

ফ্লাইটটি সপ্তাহে তিনবার রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করবে।

প্যারিস-মাস্কাট রুটটি সর্বশেষ ১৯৯৪ সালে এয়ারবাস এ ৩১০ ব্যবহার করে পরিচালিত হয়েছিল।

এই বছরের জুলাই মাসে, এয়ার ফ্রান্স ২০২১-২০২০ শীতকালীন মওসুমের জন্য তার দীর্ঘ দূরত্বের ফ্লাইট সময়সূচী ঘোষণা করেছে, যার মধ্যে প্যারিস থেকে মাস্কাট, জানজিবার এবং কলম্বোর পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!