হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী সুস্থ আছেন

মৃত্যুর খবর গুজব

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী আগের চেয়ে ভালো আছেন। তার আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার চিন্তা করা হচ্ছে। জানালেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

এদিকে আজ সোমবার দুপুর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে আল্লামা শফী মারা গেছেন। এ বিষয়ে মুফতি ফয়জুল্লাহ বলেন, এধরনের গুজব আমরাও শুনেছি। শুধু এতটুকুই বলবো, আল্লামা শফী আগের চেয়ে ভালো আছেন, কেউ গুজবে কান দেবেন না। সবাই উনার জন্য দোয়া করবেন।

Travelion – Mobile

গত শনিবার (১১ এপ্রিল) বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি চট্টগ্রামে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

প্রায় ১০৩ বছরের বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!