হৃদরোগে মারা গেলেন কাতারপ্রবাসী কাজী ইকবাল

জীবনের তাগিদে মাত্র এক বছর আগে হয়েছিলেন প্রবাসী। কিন্তু সে প্রবাসে ঠাই হল না তাঁর। সংসার বাঁচানোর আগেই নিজেই চলে গেলেন না ফেরার দেশে।

এই হতভাগ্য রেমিট্যান্সযোদ্ধা কাতারপ্রবাসী কাজী মোহাম্মদ ইকবাল(৪২)। শুক্রবার (২২ নভেম্বর) বাদ মাগরিব রাজধানী দোহায় ফিরোজ আব্দুল আজিজ এলাকায় নিজ বাসায় হৃদরোগে মারা যান। হঠাৎ করে বুকে ব্যথা উঠার কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজী ইকবাল ঢাকার উত্তর বাসাবোর কাজী নুরুল ইসলামের সন্তান। দেশে এই প্রবাসীর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

Travelion – Mobile

তাঁর মরদেহ বর্তমানে কাতার হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে,জানিয়েছে মরহুমের ঘনিষ্ট প্রবাসী দিদারুল আলম আরজু।

মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠাতে কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।

আগের খবর
অবশেষে মর্গ থেকে দেশে ফিরছে কাতারপ্রবাসী গিয়াসের মরদেহ

[প্রিয় পাঠক, আকাশযাত্রা প্রবাস বিভাগে আপনিও লিখতে পারেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ কমিউনিটির নানান খবর, সংগঠনের খবর, ভ্রমণ, আড্ডা,আনন্দ-বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। লেখা ছবিসহ মেইল করুন [email protected] এই ঠিকানায়]

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!