হীরা-সোনা-মুক্তা-মণির অবিশ্বাস্য দাবা সেট (ভিডিও)

৫১৩ ক্যারেটের সূক্ষ্ম সাদা হীরা, দক্ষিণ সমুদ্রের মুক্তো আর নীলকান্তমণি, সেই সঙ্গে ১৮-ক্যারেট নিরেট সাদা সোনা। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও মূল্যবান দাবা সেট, যার মূল্য চার মিলিয়ন ডলার। দাবার সেট ও এর ঘুঁটিগুলো এতটাই সুন্দর যে, আপনি এটির দিক থেকে চোখ ফেরাতে পারবেন না।

অস্ট্রেলিয়ার শিল্পী কলিন বার্ন এই পার্ল রয়েল চেস সেটটি তৈরি করেছেন। এমন অবিশ্বাস্য সেট মাত্র তিনটি তৈরি করা হবে। আমরা এটা বর্ণনা করতে চাইতেই পারি যে রাজা বা রানি থেকে শুরু করে নিচু প্যান পর্যন্ত প্রতিটি টুকরো- রাতের আকাশে তারার মতো জ্বলজ্বল করে।

তবে নিছক সাদাসিধে কোনো শব্দ দ্বারা তা বর্ণনা না করাই ভালো। সৌভাগ্যবশত, আমরা আপনাকে পুরো দাবাবোর্ডটি ভিডিও-আকারে দেখাতে পারি। এই স্বল্পপরিসরের ভিডিওটি শিল্পী নিজেই তৈরি করেছেন। তাঁকে এই ভিডিওটির জন্য ধন্যবাদ।

Travelion – Mobile

YouTube video

বার্ন এই সেটটি তৈরির জন্য ১৮৪৯ সালের ক্লাসিক স্টাউনটন দাবা সেট থেকে অনুপ্রেরণা নেন। যে ডিজাউনটি প্রায়ই প্রতিযোগিতায় ব্যবহৃত হতো। তিনি তাঁর ওয়েবসাইটে বলেন, আমি একটি রাজকীয় মানসম্পন্ন ও সবচেয়ে সুন্দর দাবা সেট তৈরি করতে চেয়েছিলাম।

এটিতে যেন রাজা ও রানির জন্য উপযুক্ত বিশ্বের সবচেয়ে সুন্দর হীরা ও সমৃদ্ধ নীলকান্তমণি ব্যবহার হয়। আমার স্বপ্ন ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের লড়াই্ করার জন্য বিশ্বের সেরা দাবা সেট তৈরি করা।

২০২১ সালে দুবাইতে অনুষ্ঠিত এফআইডিই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও চিত্তাকর্ষক দাবা সেটটি প্রথম জনসমক্ষে অবমুক্ত করা হয়।
সূত্র : নার্ডিস্ট

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!