স্পেনে নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

স্পেনে বাংলাদেশ দূতাবাসের নতুন রষ্ট্রদূতের কাছে পুলিশ ক্লিয়ারেন্স সহজীকরণ, পাসপোর্ট নিয়ে জটিলতাসহ দূতাবাসের সেবার মান প্রবাসীবান্ধব করার আবেদন জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতারা।

সোমবার (৩১ মে) দুপুরে রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের মতবিনিময় বৈঠকে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রতিনিধিদলে ছিলেন সভাপতি কাজী এনায়েতুল করিম, সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

Travelion – Mobile

শুরুতেই নেতারা সংগঠনের কার্যক্রম রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন । রাষ্ট্রদূত বাংলাদেশ অ্যাসোসিয়েশনের স্পেনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত এ সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দূতাবাসকে প্রবাসীদের কল্যাণে আরও বেশি সম্পৃক্ত শুধু নয়, সহযোগী করতে একযোগে কাজ করার আহ্বান জানান। দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান আবদুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ, কাউন্সিলর প্রথম সচিব (শ্রম উইং) মুহতাসিমুল ইসলাম, কাউন্সিলর প্রথম সচিব তাসনিম শারমিন।

রাষ্ট্রদূত আশ্বাস দেন যে বাংলাদেশ কমিউনিটির সামাজিক উন্নয়নে অ্যাসোসিয়েশনের সব কল্যাণমুখী কর্মকাণ্ডে দূতাবাস পাশে থাকবে।

পরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নেতারা নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!