সৌদি রুটের ফ্লাইটে যাত্রী পরিবহনে সীমাবদ্ধতা শিথিল

বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশিদের দুরবস্থা নিরসনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সীমাবদ্ধকা শিখিল করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতাগুলো (প্রশ্বস্ত বিমানের জন্য ২৬০ এবং অপ্রশস্ত বিমানের জন্য ১৪০), ঢাকা হতে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি আরাবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে, এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকে প্রশমিত করার জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Travelion – Mobile

আগের খবর : প্রবাসীদের দেড় হাজার টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আশা করে যে, স্বাস্থ্যবিধিগুলো আরো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে সুনির্দিষ্ট সংখ্যক যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান সাধারণ নিষেধাজ্ঞাটি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি আরাবিয়ান এয়ারলাইনস ফ্লাইটের জন্য সাময়িক শিথিল করার সিদ্ধান্তের সুযোগ গ্রহণ করে এ দুটি বিমান সংস্থা অপেক্ষমান যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।

আগের খবর : পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌদিপ্রবাসীদের ওপর লাঠিচার্জ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!