সৌদি রাজকুমারি হাইফা হলেন ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি

সৌদি আরবের রাজকুমারি হাইফা বিনতে আবদুল আজিজ আল-মুকরিনকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

ইউনেস্কো বলছে, রাজকুমারি হাইফা এর আগে সফলতার সঙ্গে সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারপর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক উন্নয়ন নিয়েও কাজ করেছেন।

তারও আগে সফলতার সঙ্গে কিং সৌদ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেছেন। সবমিলিয়ে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পছন্দের ভিত্তিতে যোগ্য প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করা হয়।

Travelion – Mobile

জানা গেছে, রাজকুমারি হাইফা যুক্তরাষ্ট্রের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে ২০০৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর আগে ২০০০ সালে কিং সৌদি ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন।

শিক্ষাজীবন শেষে কিং সৌদি ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করলেও ধিরে ধিরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে পড়েন। এরপর দেশি ও আন্তর্জাতিক সংস্থায় দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!